হুথিদের হাতে আটক জাহাজ ফিরে পেতে যেভাবে চেষ্টা করছে জাপান

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে লোহিত সাগরে একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

জাপানি কোম্পানি দ্বারা পরিচালিত জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী। 

এদিকে, জাহাজটি ফিরে পেতে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে জাপান। এছাড়া ইসরায়েলের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া।

জাপানি প্রতিষ্ঠান নিপ্পন ইয়ুসেনের (এনওয়াইকে লাইন) পরিচালিত জাহাজটি আটকের পর এর তীব্র নিন্দা জানিয়েছে জাপানি সরকার। তারা জাহাজটি ছাড়িয়ে নিতে সৌদি আরব, ওমান, ইরান ও অন্যান্য দেশের সহযোগিতা চেয়েছে।

এ ব্যাপারে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “জাপান ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি হুথিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করছে। এছাড়া সৌদি, ওমান, ইরানসহ অন্যান্য দেশের প্রতি আমরা আহ্বান জানিয়েছি ক্রুসহ জাহাজটি দ্রুত ছেড়ে দিতে হুথিদের প্রতি যেন তারা চাপ প্রয়োগ করে।”

যদিও জাহাজটির মালিক ইসরায়েলের একজন ব্যবসায়ী, বিষয়টি সরাসরি স্বীকার করছে না ইসরায়েল। তবে জাহাজ আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। তাদের দাবি, জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। সূত্র: টাইমস অব ইসরায়েলআল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here