হুথিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান: রিপোর্ট

0

গাজা যুদ্ধের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য।

সূত্রটি আরও জানিয়েছে, ইরান হুথিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান।

ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে।

উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালীতে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: আল-জাজিরা, তাসনিম নিউজ, আরব নিউজ, রয়টার্স, আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here