যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি শহরে হুতিদের বিরুদ্ধে হামলা চালায়। বিমানবন্দর, নৌঘাঁটিসহ হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হুতিদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে।
হুতি বিদ্রোহীরা বলছে, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগের জন্য সাগরে তারা এই হামলা চালাচ্ছে।
বিশ্লেষক বেল আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টতই যা করার চেষ্টা করেছে তা হলো, হুতিদের সরঞ্জামগুলি সরিয়ে নেওয়া যাতে তারা হামলা চালিয়ে যেতে সক্ষম না হয়। তবে হুতিদের বাগাড়ম্বর অব্যাহত থাকবে।
তিনি বলেন, যদিও সন্দেহ নেই যে, হুতিরা হাল ছেড়ে দেবে না। কিন্তু জাহাজ চলাচলে তাদের আঘাত হানার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত যেকোনো জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার পরও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা বন্ধ হবে না।