হুতিদের হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

0

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে সতর্ক করেছেন।

স্কাই নিউজকে শাপস বলেন, তেহরান জড়িত এবং অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এতে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লোহিত সাগরে ইহুদি জাহাজ লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে  ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, হুথি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হামলার প্রতিশোধ নিতে তারা এ পাল্টা হামলা চালিয়েছেন।

এ ব্যাপারে বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন বাহিনী বিপুল পরিমাণ ব্যালাস্টিক এবং নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে— যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে সমন্বিত হামলা চালিয়েছে। ওই জাহাজটি ইহুদিদের (ইসরায়েলকে) সহায়তা করছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here