মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির কারণে চলতি বছর সুয়েজ খাল থেকে রাজস্ব আয় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।
ইয়েমেনের হুতি মিলিশিয়ারা ওই এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা গাজায় যুদ্ধ অবসানের জন্য চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা বলে গোষ্ঠীটি দাবি করেছে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।