লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট ইয়েমেন উপকূলে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একটি হুতি ড্রোন এবং দূর নিয়ন্ত্রিত, বিস্ফোরকবাহী একটি নৌকা ধ্বংসের দাবি করেছে।
বৃহস্পতিবার ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের বাহিনী একটি দূরবর্তী নিয়ন্ত্রিত নৌকা ধ্বংস করেছে, অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বিমান বুধবার আন্তর্জাতিক বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজে ইয়েমেনি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর নৌ মিশন বুধবার জানায়, ফরাসি নৌবাহিনীর একটি হেলিকপ্টার বাণিজ্যিক জাহাজের কাছে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে উড়ন্ত একটি হুতি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। হুতিরা এখনও ড্রোন বা নৌকা উৎক্ষেপণের দায় স্বীকার করেনি।
নভেম্বর থেকে হুতি মিলিশিয়ারা লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে বিদেশি বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজের বিরুদ্ধে শত শত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দূর-নিয়ন্ত্রিত নৌকা নিক্ষেপ করেছে।