সম্প্রতি ভারত রফতানি বন্ধের ঘোষণা দেয়ার পর দেশের বাজারে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে পিঁয়াজের দাম। বর্তমানে দেশের বিভিন্ন হাট-বাজারে দেশীয় পিঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। দিনাজপুরের হিলি স্থলবন্দরে শনিবার (৩০ ডিসেম্বর) কেজিতে ১০ টাকা করে কমেছে পিঁয়াজের দাম। সামনে দাম আরো কমে আসার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সরজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের সব দোকানেই পর্যাপ্ত পরিমাণে দেশীয় পিঁয়াজের সরবরাহ রয়েছে। তাই দামও কমতির দিকে। পাইকারি পর্যায়ে দুদিন আগেও এসব পেঁয়াজ কেজিপ্রতি ৮৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৭৫ টাকায় নেমে এসেছে। আর খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম ৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৮০ টাকায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন হাট-বাজার ও দোকানগুলোয় নিয়মিত অভিযান চালাচ্ছি। এ সময় কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণ হলে আর্থিক জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’