হিলি স্থলবন্দরে এইচএমপি ভাইরাস নিয়ে নেই সতর্কতা

0

পাসপোর্টধারী যাত্রী ছাড়াও দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে চলাচল করছে। প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াত করছেন পাসপোর্টধারী যাত্রী এবং আমদানি-রপ্তানির পণ্য নিয়ে ট্রাকচালক ও হেলপাররা। 

এরই মাঝে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে দিনাজপুরের হিলি চেকপোস্টে সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

এ বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রবিবার হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। 

কয়েকজন পাসপোর্টধারী যাত্রী বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি করোনার মতোই নতুন এক ভাইরাসের দেখা দিয়েছে। আতঙ্ক থাকলেও কী আর করার আছে, চিকিৎসার জন্য যেতে হচ্ছে ভারতে। ডাক্তারের সিরিয়াল নেওয়া আছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি এইচএমপি ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এজন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্টযাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে কেউ ভারতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত না হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ জানান, আতঙ্কের কিছু নেই। এইচএমপি ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো। এর উপসর্গগুলো হলো, জ্বর, সর্দি-কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও যাদের বয়স বেশি তাদের জন্য একটু সমস্যা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু হিলি ইমিগ্রেশন ও পোর্ট এলাকা। এখান দিয়ে মানুষের যাতায়াতের পাশাপাশি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক পণ্য নিয়ে ট্রাকচালক ও হেলপাররা চলাচল করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রবিবার হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তার সাথে কথা বলবো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here