ঢাকা-১৭ আসনের ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে সেই দাবি নাকচ করে দিয়ে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে ইসি।
মঙ্গলবার (২৫ জুলাই) ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নামে গেজেট প্রকাশ করা হয়।