২০ হাজার ৩০০ ফুট উঁচু হিমালয়ের ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশি তিন পর্বতারোহী। মঙ্গলবার (২৪ অক্টোবর) তারা নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
হিমালয়ের ‘ফার্চামো’ পর্বত শিখরে বাংলাদেশের অভিযান উপলক্ষে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা-প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিযানের দলনেতা এম এ মুহিত এবং অভিযাত্রী বাহলুল মজনু ও নুরুননাহার নিম্নি অতিথিদের কাছ থেকে জাতীয় পতাকা গ্রহণ করেন।
অভিযানের স্পনসর ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানাজার এএসএম হাসান বিশেষ অতিথি হিসেবে পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন।