হিন্দি সিনেমায় ঠিকঠাক কাপড়চুপড় পরে না : ডিপজল

0

আগামী শুক্রবার থেকে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। এই সিনেমা মুক্তির বিষয়ে এক প্রতিক্রিয়ায় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমা মানুষ দেখবে না, সিনেমায় অগো মানুষ ভালো কাপড়চুপড় পরে না। সিনেমায় অরা ঠিকঠাক কাপড়চুপড় পরে না। ওইসব আমগো সংস্কৃতি না। তাই আমি মনে করি বাংলাদ্যাশে হিন্দি সিনেমা টিকব না।’

রবিবার বিকেলে গণমাধ্যমের কাছে এমনই অভিমত দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ডিপজল।

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, ‘তয় আমি মনে করি বাংলাদেশের মানুষ হিন্দি সিনেমারে এভোড করব। আর আমার মনে হয় আমগো প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা যায় নাই। উনি জানলে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি হইতে দিব না। বাংলাদেশে এই ভাষার লিগা অনেক মানুষ শহীদ হইছে আর আইজ বিদেশি ভাষার ছবি এই দ্যাশে আইতাছে, এইটা মাইনা নেওন যায় না।’

বাংলাদেশের সিনেমার সম্ভাবনা নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমগো দ্যাশে বাংলা ছবি আসুক। আমগো ছবি যাউক। এতে আমগো আপত্তি নাই। এই যে ঈদে আটটা ছবি মুক্তি পাইল, এই সব ছবির টাকা উঠব ক্যামনে? আবার কুরবানি ঈদে ছবি মুক্তি পাইব। এইভাবে হিন্দি ছবি ঢুকলে সমস্যা। সামনে বাংলাদেশের ভালো ভালো ছবি হইতাছে, হিন্দি ছবি আইলে সমস্যা।’

দিকে অনেক জল ঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আলোড়ন তোলা সুপারস্টার শাহরুখ খান অভিনীত এ ছবিটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই 

আগামী শুক্রবার (১২ মে) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক হলের সামনে ইতিমধ্যে ‘পাঠান’-এর পোস্টার ঝোলানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here