নারীরা সঠিক বিধান মেনে হিজাব পরছেন কিনা সেই বিষয়ে যথাযথভাবে নজর রাখতে এবার জনাকীর্ণ জায়গায় (পাব্লিক প্লেস) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। শনিবার ইরান পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
যদি হিজাবহীন অবস্থায় কাউকে চিহ্নি করা হয়, তাকে সতর্ক করে সাথে সাথে বার্তা পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
গত বছর কুর্দি মেয়ে মাহশা আমিনিকে সঠিক নিয়মে হিজাব না পরার অপরাধে ইরানের নীতি পুলিশের হাতে গ্রেফতার হন। সেই পুলিশ হেফাজতেই মারা যান এই কুর্দি নারী। এরপর ইরান জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।
এরপর শনিবার বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এখন থেকে কঠোরভাবে হিজাব পরার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।
সূত্র: রয়টার্স