ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির বর্তমান প্রধান নাইম কাসেম। একই দিনে নিহত আরেক শীর্ষ নেতা হাসান সাফিয়েদ্দিনের জানাজাও অনুষ্ঠিত হবে।
রবিবার এক টেলিভিশন ভাষণে কাসেম জানান, গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলের বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। তবে নিরাপত্তাজনিত কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতে তার জানাজা আয়োজন সম্ভব হয়নি। তিনি আরও বলেন, গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর এবার বড় পরিসরে নাসরুল্লাহর জানাজা আয়োজন করা হবে।
হিজবুল্লাহর শীর্ষ নেতা হিসেবে নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার জন্য হাসান সাফিয়েদ্দিনকে নির্বাচিত করা হয়েছিল। তবে ঘোষণা দেওয়ার এক বা দুই দিন আগেই গত ৩ অক্টোবর ইসরায়েলি হামলায় তিনিও নিহত হন। সাফিয়েদ্দিনের জানাজাও নাসরুল্লাহর সঙ্গে একই দিনে আয়োজন করা হবে।
কাসেম জানান, নাসরুল্লাহকে বৈরুতের পুরনো ও নতুন বিমানবন্দর সড়কের মাঝামাঝি একটি নির্দিষ্ট জায়গায় দাফন করা হবে। আর সাফিয়েদ্দিনকে তার নিজ শহর দক্ষিণ লেবাননের দেইর কানুনে দাফন করা হবে।
হিজবুল্লাহর নেতারা জানাজাকে কেন্দ্র করে বৃহৎ আকারের জনসমাগম এবং এই দুই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছেন। সংগঠনটির মতে, নাসরাল্লাহ ও সাফিয়েদ্দিনের মৃত্যু তাদের জন্য গভীর শোকের বিষয় হলেও, এটি তাদের প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল