প্রতিরোধ নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য লেবানন গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকের জন্য বৈরুতের উদ্দেশে তেহরান ত্যাগ করেছেন। সেখানে তিনি লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
আমির আবদুল্লাহিয়ান গত বছরের নভেম্বরে বৈরুতে হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ এবং হামাস কর্মকর্তাদের সাথে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন। সে সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যর্থ হলে ‘যুদ্ধের পরিধি আরও বাড়বে’।
গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে বারবার প্রাণঘাতী আন্তঃসীমান্ত গোলাবর্ষণ করে আসছে।