ইসরায়েলের `আপার গ্যালিলের’ আঞ্চলিক কাউন্সিলের প্রধান কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
লেবাননের আরবি ভাষার সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা কিরিয়াত শামোনা এলাকায় শুক্রবারও দুইটি ড্রোন হামলা চালায়।
এর আগে ইসরায়েলের একটি সেনা ব্যারাকেও হামলা চালানোর কথা জানিয়েছিল হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েল।
ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত হয়। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের দুইটি সেনা ব্যারাকে ভয়ংকর কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে হিজবুল্লাহ।