হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভারতীয় নাগরিক নিহত

0

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোঁড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। তারা তিনজনই ভারতের কেরালার বাসিন্দা।

সোমবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এতে কেরালার কোল্লাম থেকে ইসরায়েলের যাওয়া পাটনিবিন ম্যাক্সওয়েল নিহত হয়। এ সময় ভারতীয় নাগরিক বুশ যোশেফ জর্জ ও পল মেলভিন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে, “আমাদের প্রার্থনা ও ভাবনা স্বাভাবিকভাবেই হতাহতদের পরিবারের সাথে রয়েছে। ইসরায়েলি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে তাদের সেবায় নিয়োজিত। আমাদের সেরা চিকিৎসাকর্মীদের মাধ্যমে আহতদের চিকিৎসা করা হচ্ছে। ইসরায়েল বিদেশি নাগরিকদের সমানভাবে সম্মান করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমর্থন ও সহায়তা দেওয়ার জন্য আমরা তাদের পাশে থাকব।” সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here