এবার ইসরায়েলকে নিজেদের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বছেলেন, হিজবুল্লাহর শক্তিকে খাটো করে দেখবেন না।
হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাঈম কাসেম আল মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হিজবুল্লাহ কোনো রকম যুদ্ধ চায় না। কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরে যুদ্ধ শুরু করে তবে আমরা এ জন্য প্রস্তুত আছি।’
এই হিজবুল্লাহ নেতা বলেছেন লেবাননের দক্ষিণাঞ্চলে যা ঘটছে তা কেবল প্রতিরোধের কিয়দাংশ। তিনি বলেছেন, ‘ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য হিজবুল্লাহর আছে, তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই।’ তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এখনো হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি।