ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে- ‘রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠী হিজবুল্লাহকে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করছে।’
এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা আগেই বলেছি যে, প্রকৃতপক্ষে এ ধরনের কোনো গোষ্ঠীর (ওয়াগনার) অস্তিত্ব নেই।