গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ জুন ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শুক্রবার (১৪ জুলাই) ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
কয়েক সপ্তাহ আগে পায়ে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে তাকে রাখা হয়েছিল জেনারেল বেডে। তবে পরে মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তার অনুরাগীরা। তবে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
কেমন আছেন এখন মাধবী মুখোপাধ্যায়? হাসপাতালের তরফে জানানো হয়েছে, ত্বকের যে সকল সমস্যা দেখা দিয়েছিল, তা পুরোপুরি সেরে গেছে। তবে আপাতত বিশ্রামে থাকবে হবে তাঁকে।