ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দী কাবুল শেখ (৪৭) মারা গেছেন। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
শনিবার ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি কাবুল শেখকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।