প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিবিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। আজ শনিবার বিকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (উডল্যান্ডস) তাকে ভর্তি করা হয়।
দুপুরের খাওয়া দাওয়ার পর অসুস্থতা অনুভব করেন ৭৯ বছর বয়সী বুদ্ধদেব। যোগাযোগ করা হয় তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তীর সঙ্গে। এরপরে বালিগঞ্জের পাম এভিনিউর বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার সাথে আছেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্যসহ পরিবারের সদস্যরা।
সিপিআইএম নেতা রবিন দেব বলেন ‘তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন। আগে থেকে অনেকটাই ভালো আছেন। সাবেক মুখ্যমন্ত্রীর জ্বরও অনেকটা কমেছে।’