বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় এখন ভেসে বেড়াচ্ছে তাঁর শেষকৃত্যের ছবি এবং ভিডিও। একই সঙ্গে আলোচনায় এসেছে অভিনেতার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটিও। হাসপাতালে ভর্তি হওয়ার আগে ভক্তদের উদ্দেশে কী জানিয়েছিলেন তিনি?
একসময় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ধর্মেন্দ্র। নিজের জীবনের অজানা গল্প, শুটিংয়ের অভিজ্ঞতা, পরিবারের মুহূর্ত সবকিছুই ভাগ করে নিতেন ভক্তদের সঙ্গে। মাঝে মাঝে লিখে দিতেন কবিতাও। গত অক্টোবরে ইনস্টাগ্রামে করা তাঁর শেষ পোস্টে ‘হি-ম্যান’ দশেরার শুভেচ্ছা জানানোর পাশাপাশি লিখেছিলেন, ‘সামনেই নতুন বছর। সকলে সুস্থ থাকুন। উন্নতি হোক সকলের।’
এর ঠিক পরেই নভেম্বরের শুরুতে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এমনকি মাঝেমধ্যে অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে, যা ভালোভাবে নেয়নি দেওল পরিবার। তবে এবার সত্যিই শেষ হয়ে গেল এক যুগের অধ্যায়। বলিউডকে বহু স্মরণীয় সিনেমা উপহার দিয়ে গেছেন এই মহাতারকা।
ধর্মেন্দ্রর শেষকৃত্যে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, সলমন খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অমিতাভ বচ্চন, আমির খান, সঞ্জয় দত্ত, অনিল কাপুরসহ আরও অনেক তারকা। শেষ বিদায়ের সেই মুহূর্তগুলোও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

