হাসপাতালে বিমান হামলা: দক্ষিণ সুদানে নিহত ৭

0

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলীয় শহর ওল্ড ফ্যাঙ্গাকে বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।

শনিবার (৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, হামলায় শহরের শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে বোমা হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়েছে।

এ হামলার পেছনে কারা জড়িত তা স্পষ্ট নয়, দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার কিছুক্ষণ পর নিকটবর্তী বাজারেও বোমাবর্ষণ হয়, এতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০১১ সালে স্বাধীনতা পাওয়ার পর ২০১৩ সালেই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ডিনকা ও নুয়ের জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে নিহত হয় প্রায় ৪০ হাজার মানুষ। ২০১৮ সালে শান্তিচুক্তি হলেও বর্তমানে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।

২০২৩ সালের নির্ধারিত নির্বাচন ইতোমধ্যে দুইবার পিছিয়েছে, এবং ২০২৬ সালের আগে ভোট অনুষ্ঠানের সম্ভাবনা নেই দেশটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here