ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সিনথিয়া ( ৫) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত সিনথিয়া ওই উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে।
জানা গেছে, শিশুটিকে ঘরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় কালাচ নামক সাপে কামড় দেয়। পরে শিশুটির চিৎকারে বাবা-মায়ের ঘুম ভেঙে যায়। তারা দেখে একটি সাপ রুমের ভিতর ঘুরে বেড়াচ্ছে। তারা সাপটিকে মারে ও সিনথিয়ার স্বজনরা ওঝা ডেকে কবিরাজি চিকিৎসা করে। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হয়। পরে অচেতন হয়ে গেলে সকাল ৯টার দিকে তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সদর হাসপাতালে এন্টিভেনোম না থাকায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে সদর হাসপাতালের চিকিৎসক। এরপর ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা সিনথিয়া মারা গেছে বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার সদর হাসপাতালসহ ৬টি হাসপাতালের মধ্যে এন্টিভেনোম আছে মাত্র কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।