লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। বুধবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা ১০ দিনের কারাদণ্ড দেন। এর আগে তাদেরকে সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওমর ফারুক, আমিনুল , রহমান আল আজাদ, সুজন ও আকরাম হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা বলেন, অভিযানের সময় ৯ জনকে আটক করা হয়। এরমধ্যে ৫ জন দোষী প্রমাণিত হয়েছে। তারা নিজেরাও দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন আহমেদ কবীর বলেন, মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলে দালালের দৌরাত্ম্য কমে যাবে।