চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লার স্তুপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বিকেলে নতুন ভবনের সামনে ময়লার স্তুপে পলিথিনে মোড়ানো এক নবজাতক পড়ে থাকার খবর আসে। পরে জরুরী বিভাগের কর্তব্যরত স্বেচ্ছাসেবীরা সেখান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটিকে কেউ সেখানে ফেলে রেখে গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ধারণা করা হচ্ছে কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে। নবজাতকটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।