হাসপাতালের বিল দিতে বাধ্য হয়ে সন্তান বিক্রি করলেন মা; উদ্ধার করলো পুলিশ

0

সিজারের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি করেছেন কুড়িগ্রামের এক মা। সেই ঘটনার দুই ঘণ্টা পরই শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। 

গতকাল বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে উলিপুর থানা পুলিশ। 

পরে বিষয়টি নবজাতকের বাবা হাবিবুর রহমান জানতে পেরে বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে নবজাতক সন্তানকে ফিরে পেতে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি  টিম রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামশিং মুন্সি পাড়া এলাকার সেলিনা বেগম দম্পত্তির কাছ থেকে নবজাতকটি উদ্ধার করে।

জানা যায়, নবজাতকটি এক লাখ টাকায় বিক্রি করেছিলেন তার মা। পরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।  

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধারের পর তার মা পারভিন বেগম কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে দারুণ আনন্দিত তার বাবাসহ তার আত্মীয় স্বজনেরা। এছাড়াও তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ দিনের বিবাদ মিমাংসা করে দেয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here