হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

0

ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশের দেওয়া তথ্য মতে, বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চারজন মাদক কারবারি, ৫ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত তিনজন ও ছয়জনকে প্রসিকিউশনে গ্রেফতার করা হয়।

এছাড়া প্রসিউিকিশনে মাঝিয়াইল গ্রামের আদম আলী ফকিরের ছেলে রূপচাঁন (৩০), আবুল কাশেমের ছেলে ফারদুল (৩৪), সুলতান খার ছেলে একরাম (২৫), তোফাজ্জল হোসেনের ছেলে শাহজাহান (৩৮), কুমুরিয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জাহিদুল (৪০), বাউসা গ্রামের হারুন রশিদের ছেলে সুজন মিয়াসহ (৩০) তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজ থেকে মাদক নির্মূল করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। অপরাধের সাথে যাকে যুক্ত পাওয়া যাবে, তাকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here