হালুয়াঘাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

0

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও ময়ময়নসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। 
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মানোন্নয়নে ২০২২-২০২৩ অর্থবছরের বরাদ্ধ থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ১১০ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লক্ষ ১৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও স্কুলে যাতায়াতের সুবিধার্থে ২০ জন শিক্ষার্থীকে ১টি করে বাইসাইকেল প্রদান করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here