হালুয়াঘাটে ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার

0

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রকাশ্য দিন-দুপুরে ফিল্মি স্টাইলে এক দোকান কর্মচারিকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ৫ লাখ টাকাও উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- ইলিয়াস (২৭), রফিকুল ইসলাম (২৬), ফাহিম (২০), রিপন মিয়া (২৫) ও আরাফাত হোসেন আকাশ (২৪)। এর মধ্যে রিপন ও আকাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।  

বুধবার বিকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞা। বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, ফালগুণি নন্দি, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রমূখ।

এসপি জানান, গত ২৭ মার্চ নাগলা বাজার থেকে ১২ লক্ষ টাকার ব্যাগ নিয়ে স্থানীয় ধারা বাজারের রুপালী ব্যাংকে জমা দিতে যাত্রীবাহী মাহেন্দ্রযোগে যাচ্ছিলেন দোকান কর্মচারি মিজবাহুল হক। এ সময় অস্ত্রধারি একদল ডাকাত গড়পাড়া নামক স্থানে দেশীয় অস্ত্র নিয়ে জিম্মি করে মিজবাহুলের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে মিজবাহুল বাধা দিলে তাকে এলোপাথারি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here