হালুয়াঘাটে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

0

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের উত্তর আকনপাাড়া এলাকার এক কিশোরীকে অপহরণের অভিযোগে মো. মারুফ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এর আগে শনিবার (১৫ জুলাই) রাতে কিশোরীর নানার করা অভিযোগের প্রেক্ষিতে ওই রাতেই পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলা থেকে ওই যুবককে গ্রেফতার এবং উদ্ধার করা হয় কিশোরীকে। 

থানা পুলিশ ও অভিযোগসূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার বাড়ির পাশেই আওলাদের মোড় নামকস্থানে এক মুদি দোকানে কেনাকেটা করতে আসে ওই কিশোরী। রাস্তা উঠা মাত্রই পরিকল্পিতভাবে গ্রেফতারকৃত মারুফসহ অজ্ঞাত আরো দুই যুবক ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে তুলে নিয়ে যায় কিশোরীকে। স্থানীয়দের দেয়া তথ্যমতে কিশোরীকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবহিত করে ভিকটিমের পরিবার। কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে ধরতে থানা অফিসার ইনচার্জ-এর নির্দেশনা মোতাবেক তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানার সেকেন্ড অফিসার মো. সাইদুজ্জামান। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলা থেকে ওই যুবককে গ্রেফতার এবং উদ্ধার করা হয় কিশোরীকে। অভিযুক মারুফ এর আগেও নানাভাবে উত্যক্ত করত ওই কিশোরীকে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

এরপর কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতারকৃত মারুফসহ অজ্ঞাত আরো দুই যুবককে আসামি করে হালুয়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভিকটিমের পরিবার। তথ্যটি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আ. করিম।  

এ ঘটনায় হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, কিশোরীর পরিবারের করা অপহরণ মামলায় একমাত্র আসামি মারুফকে ওইরাতেই অভিযান চালিয়ে গ্রেফতার এবং উদ্ধার করা হয়েছে কিশোরীকে। আজ দুপুরে গ্রেফতারকৃত মারুফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ওই কিশোরী ২২ ধারা মোতাবেক আদালতে জবানবন্দি প্রদান করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here