হার্ট অ্যাটাক, নতুন জীবন পাওয়া নিয়ে যা বললে সুস্মিতা সেন

0

মাস চারেক আগেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ‘আরিয়া ৩’ সিনেমার শুটিং সেটেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। 

হার্ট অ্যাটাকের পর এনজিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। সুস্থ হতেই শুটিংয়ে ফেরেন অভিনেত্রী। এত বড় একটা বিপদ পেরিয়ে এখন কেমন আছেন সুস্মিতা, সেই খবরও দিলেন নিজেই।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। জানান, তার বুকে ব্যথা হচ্ছে। দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা তাঁকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়। আরও এক দিন পর্যবেক্ষণে রাখার পর ১ মার্চ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। সুস্মিতার অসুস্থতার জন্য মাঝে কাজ বন্ধ হয়ে গেলেও। সুস্থ হয়ে ফিরে এসেছে শেষ করেন ‘আরিয়া ৩’-এর শুটিং। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘তালি’র ট্রেলার। খুব শীঘ্রই শুরু হবে প্রচারের কাজ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here