হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফারুক আহমেদ

0
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফারুক আহমেদ

হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।  বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হার্ট অ্যাটাক করেন ফারুক।  দ্রুত হাসপাতালে নেওয়ার পর বিকেলে এনজিওগ্রাম সম্পন্ন করে হার্টে রিং পরানো হয়।  সাবেক এই ক্রিকেটারের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।

ঢাকার পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফারুক আহমেদ।

গত ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক।  এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।  ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক।  ৯ মাস সেই দায়িত্বে ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সাবেক অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here