হার্ট অ্যাটাক-অ্যাঞ্জিওপ্লাস্টি-স্টেন্ট, ৭ দিন পরই পুরনো অভ্যাসে ফিরে গেলেন সুস্মিতা!

0

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের হার্ট অ্যাটাকের খবর দেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, হার্টে বসেছে স্টেন্ট। নিজেই এই খবর দেন সুস্মিতা। বহু ভক্তের উদ্বেগ, দুঃশ্চিন্তা তাকে নিয়ে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যের অবস্থা জানান তিনি। এবার ফের ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার ছবি দিলেন অভিনেত্রী। সদ্য এত বড় বিপদ গেল, এর মধ্যেই শরীরের উপর চাপ দেওয়াটা কি ঠিক করছেন সুস্মিতা, উদ্বেগ প্রিয়জনদের।

নিজের ইনস্টাগ্রামে স্ট্রেচিং-এর ছবি দিয়েছেন সুস্মিতা। অবশ্য অনুরাগীদের আশ্বস্ত করে তিনি লিখেছেন, “আমার চিকিৎসক অনুমতি দিয়েছেন।” তাই বাড়িতেই অল্প অল্প করে শুরু করলেন শরীরচর্চা। পাশপাশি জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

গত ২ মার্চ অভিনেত্রী নিজের হ্যার্ট অ্যাটাকের কথা জানান। যদিও ঘটনাটি ঘটে তার দু’দিন আগে। ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই একজন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্যপরীক্ষা করানো হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। আসলে তার হার্টে প্রায় ৯৫ শতাংশই ব্লকেজ ছিল। বলেন, “কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন- আমার হার্ট নাকি সত্যিই বেশ বড়’!” সেই হার্টকে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। তবে এখন সুস্থ আছেন, বাড়িতে আছেন। খুব শিগগিরই কাজে ফিরবেন এই বলিউড সুন্দরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here