হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রবার্তো কার্লোস

0
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রবার্তো কার্লোস

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কয়েকদিন আগে ছুটিতে দেশে গিয়ে তিনি পায়ের কিছু সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান। সেই সময় পুরো শরীরের এমআরআই করা হলে হার্টে সমস্যা ধরা পড়ে। দ্রুত ব্যবস্থা হিসেবে কার্লোসকে ক্যাথেটার বসানোর জন্য অস্ত্রোপচার করা হয়। সাধারণত এই প্রক্রিয়াটি ৪০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়, তবে জটিলতার কারণে তার অস্ত্রোপচার প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

চিকিৎসকরা জানান, শেষ পর্যন্ত অস্ত্রোপচার সফল হয়েছে এবং কার্লোস এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত আছেন। তবে তাকে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

পরে রিয়াল মাদ্রিদের এই লেজেন্ড নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

সূত্র: বিন স্পোর্টস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here