বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেই তিক্ততার রেশ না কাটতেই এবার জরিমানা গুণতে হলো ক্যারিবীয়দের। ম্যাচটিতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। রবিবার বিবৃতিতে এই শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদের কাছে দায় স্বীকার করে শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
হারারেতে টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়ানরা। ইনিংসের এক বল বাকি থাকতে অবশ্য ২৬৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।