ব্যাট আর বল, দুইদিকেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসানের দল। আইরিশদের ঘুরে দাঁড়ানোর দিনে টাইগাররা হেরেছে ৭ উইকেটে।
তবে এমন হারের পরও সাকিব বলেছেন, নিজের আগ্রাসী মানসিকতার সঙ্গে কোনোরকম আপোস করবে না তার দল।
তিনি আরও বলেন ‘আমাদের অ্যাপ্রোচ আমি বদলাতে চাই না। আমরা যদি খুব ভালো দল হয়ে উঠতে চাই, এভাবেই আমাদের খেলে যাওয়া উচিত এবং ঠিক এটাই আমরা করছি। কখনও এটা কাজে লাগবে, কখনও আমরা ব্যর্থ হব। তবে এভাবেই হয় এটা।’
শেষ ম্যাচে না পারলেও সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট সাকিব। তার মতে, ‘সত্যি বলতে, আমরা অনেক ভালো খেলেছি। সবশেষ ইংল্যান্ড সিরিজের মতোই আমরা একই ধরন, একই মানসিকতা, একই ইনটেনসিটি নিয়ে খেলেছি এবং দুটি ম্যাচে খুব ভালো করেছি।’
দিনটি নিজেদের ছিল দাবি করে সাকিব বলেছেন, ‘আয়ারল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত, তারা হাল ছাড়েনি এবং আজকের দিনটি ছিল তাদের।’