হারের পর এমবাপ্পের সরল ‘স্বীকারোক্তি’

0

নেইমারের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব ছিল কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিদের কাঁধে। দুয়েকবার ঝলক দেখালেও দলের প্রয়োজনের সময় এগিয়ে আসতে পারেননি এই দুই তারকা। ফরাসি চ্যাম্পিয়নদের আবার হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ।

তবে হারলেও বায়ার্নের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটাই দিয়েছেন বলে সরল স্বীকারোক্তি দিয়েছেন দলের অন্যতম সেরা তারকা এমবাপ্পে।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিল পিএসজি। অথচ আরও ভালো কিছুর আশাবাদ ব্যক্ত করেছিল তারা। ম্যাচ শেষে এ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আমার প্রথম সংবাদ সম্মেলনে যেমন বলেছিলাম, আমরা আমাদের সর্বোচ্চটা করতে যাচ্ছি। এটাই আমাদের সর্বোচ্চ, এটাই সত্য।’

দুই দলের মধ্যে কি পার্থক্য ছিল তা জানতে চাইলে আরও বলেন, ‘পিএসজিতে কি অনুপস্থিত ছিল? দুই স্কোয়াডের দিকে তাকালে বেশি কিছু নয়। তাদের একটি দুর্দান্ত স্কোয়াড রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তৈরি করা হয়েছে। আমরা নিজেদেরকে প্রশ্ন করতে যাচ্ছি এবং তারপরে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে যাব এবং লিগে।’

‘বর্তমানে লিগ ওয়ানের শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য বলে জানান এ তরুণ, এটা বড় হতাশার। তবে যা হওয়ার হয়েছে। আমাদের এগিয়ে যেতে হবে… আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে হেরেছি, টুর্নামেন্ট জেতার চেষ্টা করছি। আমি শান্ত রয়েছি। এই মৌসুমে লিগ জিততে আমার কাছে একটাই গুরুত্বপূর্ণ বিষয়, তারপর দেখা যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here