হারের দিনে ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন স্যামসন

0

গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ হারের দিনে ২৪ লাখ রুপি জরিমানা গুনেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের ২৩তম ম্যাচে স্লো ওভার-রেটের কারণে তাকে এ জরিমানা করা হয়।

আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই জরিমানার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে জরিমানা করা হয়েছে কারণ তার দল গুজরাট টাইটান্সের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি।’

এটি চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় স্লো ওভার-রেটের ঘটনা। এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচেও একই কারণে দলের অধিনায়ক রায়ান পরাগকে জরিমানা করা হয়েছিল। তখন পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। আইপিএলের নিয়ম অনুযায়ী, এক মৌসুমে দ্বিতীয়বার স্লো ওভার-রেটের জন্য অধিনায়ককে দ্বিগুণ জরিমানা করা হয়।

শুধু অধিনায়ক নন, দলের বাকি খেলোয়াড়দেরও জরিমানা করা হয়েছে। একাদশে থাকা অন্য খেলোয়াড় এবং ইমপ্যাক্ট প্লেয়ারকে ৬ লাখ রুপি অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আগের মৌসুমে তিনবার স্লো ওভার রেটের অপরাধ করলে নিষেধাজ্ঞার নিয়ম ছিল। তবে এবার সেই নিয়ম বাতিল করেছে আইপিএল।

উল্লেখ্য, বুধবারের ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্সের করা ২১৭ রানের জবাবে ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় এবং ৫৮ রানে পরাজিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here