সাতক্ষীরায় ২৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স হল রুমে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও বিকাশে হারিয়ে যাওয়া টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্তি পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরার অতিরিক্তি আমিনুল ইসলাম (ক্রাইম), অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, ডিআইঅন ইয়াছিন চৌধুরি প্রমুখ।