হায়দার আকবর খান রনোর দাফন সোমবার

0

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর জানাজা ও দাফন হবে আগামী সোমবার। আজ শনিবার ও আগামীকাল রবিবার তার মরদেহ বেসরকারি একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরই মধ্যে তার নিকট আত্মীয়-স্বজন বিদেশ থেকে রওনা দিয়েছেন।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার জানান, সোমবার সকাল ১০টা থেকে ১১টা শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সিপিবি অফিসে রাখা হবে। এরপর শোভাযাত্রা করে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ১২টা থেকে ১টা পর্যন্ত দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর বেলা ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

হায়দার আকবর খান রনোর ভাইয়ের মেয়ে অনন্যা লাবনী জানান, চাচার (হায়দার আকবর খান রনো) ইচ্ছা অনুসারে তার চোখের কর্নিয়া সন্ধানীতে দান করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো।

মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক।

হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের এক প্রবাদ পুরুষ। তার জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তার মায়ের নাম কানিজ ফাতেমা মোহসিনা ও বাবা হাতেম আলী খান। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here