হায়দরাবাদের বিপক্ষে দাপুটে জয় গুজরাটের

0

চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েয়েছে গুজরাট টাইটানস। 

ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২২৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় গুজরাট। জবাবে ৬ উইকেটে ১৮৬ রান তুলতে পারে হায়দরাবাদ। ৩৮ রানের জয়ে টেবিলের দুইয়ে উঠেছে গেছে শুবমান গিলের দল। 
অন্যদিকে আইপিএল চলতি আসর থেকে কার্যত বিদায় হয়ে গেছে হায়দরাবাদের। যদিও কাজে-কলমে এখনো টিকে আছে প্যাট কামিন্সের দল।

শুক্রবার (২ মে) টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের উদ্বোধনী জুটিতে ৮৭ রান তোলেন দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন সুদর্শান। সুদর্শান হতাশ হয়ে ফিরলেও গিল ঠিকই ফিফটি করেন। ডানহাতি এই ব্যাটারের ফেরায় গুজরাটের দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি ভাঙে।

ইনিংসের মাঝের ওভারগুলোতে ঝড় তোলেন জস বাটলার। ৩৭ বলে ৬৪ রানের (৩ চার ৪ ছক্কা) মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। দলের স্কোর ২০০ পেরিয়ে গেলে আউট হন (১৯তম ওভারে) ইংলিশ ডানহাতি ব্যাটার। জয়দেব উদানকাটের করা শেষ ওভারে ৩ উইকেট হারানোর বিনিময়ে ১২ রান তুলে দলীয় স্কোর ২২৪ এ দাঁড় করায় গুজরাট।

জবাবে দিতে শুরু থেকেই রান তুলে খেলতে পারেননি হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬ বলে ২০ রান করে প্রসিধ কৃষ্ণার বলে রশিদ খানের হাতে ক্যাচ হন হেড। এরপর হায়দরাবাদকে আশার আলো দেখান অভিষেক। ৪১ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। যদিও সেটি হায়দরাবাদের কোনো কাজে আসেনি। গুজরাটের হয়ে ২টি করে উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here