হায়দরাবাদকে হারিয়ে যা বললেন রাহানে

0

গত দুই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর এমনটাই বললেন কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে। এই জয়কে দলগত পারফরম্যান্সের সাফল্য হিসেবে উল্লেখ্য করলেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর তৃপ্ত দেখাচ্ছিল রাহানেকে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও কেকেআর যেভাবে অনায়াস জয় তুলে নিয়েছে, তাতে খুশি রাইডার্স অধিনায়ক। এই জয় তার কাছে বেশ গুরুত্বপূর্ণ।

ম্যাচ জয়ের পর রাহানে বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বড় ব্যবধানে জয়টা গুরুত্বপূর্ণ। টস জিতলে আমরাও হয়তো আগে বোলিং করতাম। ইনিংসের শুরুতেই ২ উইকেট চলে যাওয়ার পর অন্তত ৬ ওভার পর্যন্ত ২২ গজে টিকে থাকার লক্ষ্য ছিল আমাদের।’

‘ক্রিকেটীয় শট খেলার উপর গুরুত্ব দিয়েছিলাম আমরা। অযথা ঝুঁকি নিতে চাইনি ওই সময়। কারণ আমরা জানতাম, হাতে উইকেট থাকলে আমাদের পরের দিকের ব্যাটাররা শেষ দিকে দ্রুত রান তুলে নিতে পারবে।’-যোগ করেন তিনি।

দলের মিডল অর্ডার নিয়ে অধিনায়ক বলেছেন, ‘দলের ব্যাটিংয়ে আমি খুশি। শেষ দুই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারিনি। তবে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। হায়দরাবাদের বিপক্ষে এই ব্যাটিং তারই ফল।’

‘রিংকু সিং এবং ভেঙ্কেটেশ আইয়ার দুর্দান্ত খেলেছে। ওরা জানত রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মইন আলির মতো ব্যাটাররা আছে। তাই সাহসী ব্যাটিং করতে পেরেছে। আমরা চেয়েছিলাম ১৫ ওভার পর্যন্ত স্বাভাবিক ব্যাট করতে। শেষ পাঁচ ওভার মেরে খেলার পরিকল্পনা ছিল।’-যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here