হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মুম্বাই ইন্ডিয়ান্সের

0

চলমান আইপিএলে জয়ের হ্যাটট্রিক মুম্বাই ইন্ডিয়ান্সের‌। নিজামের শহরে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারালেন রোহিতরা। আইপিএলের শুরুটা হার দিয়ে করলেও পরপর তিন ম্যাচ জিতে আবার স্বাভাবিক ছন্দে পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে মুম্বাই। জবাবে ১৭৮ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। একমাত্র মায়াঙ্ক আগরওয়াল (৪৮) এবং হেনরিচ ক্লাসেন‌ (৩৬) ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। জয়ের ফলে লিগ টেবিলে একলাফে ছয় নম্বরে উঠে এল মুম্বাই। 

রান তাড়া করতে নেমে ব্যর্থ হায়দরাবাদ। ১৯.৫ ওভারে ১৭৮ রানে শেষ হয়ে যায় সানরাইজার্সের ইনিংস। একমাত্র মায়াঙ্ক আগরওয়াল (৪৮) এবং হেনরিচ ক্লাসেন‌ (৩৬) ছাড়া সবাই ব্যর্থ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক (৯) রান পাননি। ব্যর্থ রাহুল ত্রিপাঠীও (৭)। শুরুটা ভাল করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মার্করাম। ২২ রানে আউট হন হায়দরাবাদের নেতা। 

জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার ছিল হায়দরাবাদের। বল করার দায়িত্ব পান অর্জুন টেন্ডুলকার। ঠাণ্ডা মাথায় লাইনে বল করেন শচীন পুত্র। ফলস্বরূপ আইপিএলে প্রথম উইকেট তুলে নেন জুনিয়র টেন্ডুলকার। আউট করেন ভুবনেশ্বর কুমারকে। ১৭৮ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here