হামাস যা করলে কালই যুদ্ধবিরতি সম্ভব বলে জানালেন বাইডেন

0

ইসরায়েলি জিম্মিদের সবাইকে আজ  মুক্তি দিলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

শুক্রবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় তিনি এ কথা বলেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে।

হামাসের অতর্কিত সেই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি এবং গোটা গাজা উপত্যকা কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে। সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here