নেতানিয়াহুর উপদেষ্টা বলেছেন, হামাস প্রধান সিনওয়ার বাড়ি ঘিরে অভিযান চালানো ইসরায়েলের জন্য ‘প্রতীকী বিজয়’।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গাজার বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এটা সেনাদের ‘প্রতীকী বিজয়’।
তিনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার জন্য সরাসরি দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা কেবল সময়ের ব্যাপার।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সিনওয়ারের বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। তবে তিনি বাড়িতে আছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।