কাতারের কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য কাতার নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুসারে, হামাসের নেতাদের সবাইকে গাজা থেকে বিদেশে (নির্বাসিত করা) পাঠানো হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) প্রত্যাহার করা হবে। আর এর বিনিময়ে হামাসের কাছে থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
তবে নতুন জিম্মি চুক্তিতে গাজা উপত্যকা থেকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন কাতারের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা আরও বলেন, মিথ্যা তথ্য ছড়ালে চলমান সংবেদনশীল আলোচনার ক্ষতি হতে পারে। তিনি বলেন, রক্তপাত বন্ধ, নিরপরাধ নাগরিকদের জীবন রক্ষা, বন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং গাজায় মানবিক সহায়তা প্রেরণের সুবিধার্থে মধ্যস্থতার লক্ষ্যে কাতার সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে।