হামাস নেতাকে টার্গেট করে হামলা, লেবাননের ‍দুই বেসামরিক নাগরিক নিহত

0

লেবাননের রাজধানী বৈরুত থেকে ৩৫ কিলোমিটার দূরে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দু’জন নিহত হলেও হামাসের এক কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন।

নিরাপত্তা সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। খবর অনুসারে, শনিবার উপকূলীয় শহর জাদরায় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র হামাস কর্মকর্তার গাড়িতে আঘাত হানে।

লেবাননের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত দুজনই বেসামরিক নাগরিক।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, টার্গেটকৃত হামাস কর্মকর্তা সালেহ আল-আউরির ঘনিষ্ঠ ছিলেন। গত মাসে বৈরুতের উপকণ্ঠে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় হামাসের  উপপ্রধান সালেহ আল-আউরি নিহত হন।

টাইমস অব ইসরায়েল দৈনিক পত্রিকার খবরে বলা হয়েছে, টার্গেটকৃত বাসেল সালাহ নামের ওই ব্যক্তি গাজা ও পশ্চিম তীরে হামাসের রিক্রুটার হিসেবে কাজ করেন। চলতি সপ্তাহে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে লেবাননে এটি দ্বিতীয় হামলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here