হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েল বলছে ‘নো চান্স’

0

গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি রয়েছে আলোচনার কেন্দ্রে।

সংবাদসংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় পুরোপুরি ইসরায়েলি হামলা বন্ধের দাবি করেছে হামাস। কিন্তু ইসরায়েল তাদের এই বক্তব্যে রাজি নয়। এতে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা।

ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে জোর আলোচনা হয়েছে। মূলত জিম্মি ও বন্দি বিনিময়ের ওপর ভিত্তি করেই যুদ্ধবিরতির দর কষাকষি চলছে বলে জানা গেছে।

এদিকে, যুদ্ধবিরতির এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধবিরতির এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি যে দ্রুতই এর সমাধান হবে।

তবে হামাস নেতা হানিয়ার মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আগ পর্যন্ত তাদের জিম্মিদের মুক্তির বিষয়ে হামাস কথা বলতে আগ্রহী নয়। এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা বৃদ্ধির পথ উন্মুক্ত হলেই কেবল তাদের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মনে করেন নোনো।

সাময়িক যুদ্ধবিরতি নয় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করলেই হামাস ইসরায়েলের সঙ্গে আলোচনায় যাবে বলেও জানিয়েছেন ফিলিস্তিনের ওই স্বাধীনতাকামী সংগঠনটি। কায়রোতে এ বিষয়গুলোকেই আলোচনার কেন্দ্রে রেখেছে হামাস নেতারা। নোনো বলেন, স্থায়ী সমাধানই আমাদের সংলাপের মূল বিষয়। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here