ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর বলেছেন, হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা চলতে থাকবে। তিনি জানান, ইসরায়েল সরকার তাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বন্দিদের মুক্তি এবং হামাসের প্রশাসনিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করা।
রবিবার এক সংবাদ সম্মেলনে সাআর বলেন, যদি হামাস ক্ষমতায় থাকে, তাহলে তার সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতা অব্যাহত থাকবে। এতে উভয় পক্ষের জন্য শান্তি, স্থিতিশীলতা, ও নিরাপত্তা সম্ভব হবে না।
ইসরায়েলের নেতারা গাজায় হামাসকে ‘ধ্বংস’ করার অঙ্গীকার করেছেন। তবে দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতে তারা তা অর্জন করতে পারেনি। এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।
ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংঘাত অব্যাহত থাকায় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার দীর্ঘমেয়াদী সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল